ওএমআর শিট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্টে এই মামলার রিপোর্ট পেশ করে পর্ষদ। আর তার পরেই বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হল পর্ষদ কর্তৃপক্ষকে। বিচারপতির প্রশ্ন, “আসল ওএমআর শিটের প্রতিলিপি না থাকলে টেট পরীক্ষার্থীদের নম্বর বিকৃত করা হয়নি, সেটা বুঝবেন কী করে?”
বিচারপতি অমৃতা সিনহা বলেন, “যে ডিজিটাইজড তথ্যের কথা বলছেন, সেটা তো এডিট করা সম্ভব। আসল ওএমআর শিট না থাকাতেই সমস্যার সূত্রপাত।” তিনি জানান, “কে টেট পাস করেছে, কে করেনি, কার নম্বর বাড়ানো হয়েছে, ইডির রিপোর্টে স্পষ্ট নয়।” যদিও আদালতে পাল্টা সওয়াল করে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী বলেন, “শুধুমাত্র সন্দেহজনক বলে চিহ্নিত করা হয়েছে।”