উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মধ্যেই নবান্ন ও দিল্লিতে ‘গোপন’ চিঠি পাঠিয়ে রীতিমতো সোরগোল ফেলে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কী রয়েছে সেই গোপন চিঠিতে, অবশেষে সেবিষয়ে নিরবতা ভাঙলেন রাজ্যপাল।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওই মিস্ট্রি এখন হিস্ট্রি হয়ে গেছে। রাজ্যপাল হিসেবে আমি আমার মন্ত্রিসভাকে চিঠি লিখেছি। সঠিক সময় হলে নিশ্চয়ই কোনও এক পক্ষ তা প্রকাশ্যে আনবে।”
অর্থাৎ ‘গোপন’ চিঠি নিয়ে মুখ খুললেও, গোটা রহস্যের সমাধান করলেননা রাজ্যপাল। যদিও এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বিদেশ সফরের আগে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল।