প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে স্বস্তি পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবেনা ইডি। এরপরেই কেন্দ্রীয় এজেন্সি ইডি ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল।
এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “হাইকোর্টের রায়ে এটা প্রমাণ হয়ে গেল যে, রাজনৈতিক কারণে টার্গেট করেই অভিষেককে হেনস্তা করছে বিজেপি। একাজে কেন্দ্রীয় এজেন্সি ইডি-সিবিআইকে কাজে লাগানো হচ্ছে। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “অভিষেককে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, ওঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দাও। আমরা এই চক্রান্তকে ধিক্কার জানাই।”