Sambad Samakal

Tourism: পুজোয় কাশ্মীর বা কেরালায় টিকিট না পেলে কোথায় যাবেন?

Sep 22, 2023 @ 7:53 am
Tourism: পুজোয় কাশ্মীর বা কেরালায় টিকিট না পেলে কোথায় যাবেন?

পুজোয় সপরিবার কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা ছিল? ভেবেছিলেন, অন্তত একটা গোটা দিন-রাত প্রমোদ তরীতে মনের মানুষের সঙ্গে ভেসে থাকবেন ডাল লেকের জলে? অথবা কেরলায় গিয়ে ভাসমান হাউজবোটে প্রিয়জনের সঙ্গে রাত্রিযাপনের ইচ্ছা ছিল? কিন্তু টিকিট না পাওয়ায় ভেস্তে গেল সব পরিকল্পনা? কিংবা খরচের হিসাব কষে শেষপর্যন্ত পিছিয়ে আসতে হল? এবছরের মতো সেই ইচ্ছে দূরে সরিয়ে রাখতে হল বলে মনে মনে কষ্ট পাচ্ছেন? আপনাদের জন্য দুরন্ত এক সুখবর নিয়ে এসেছে রাজ্য পর্যটন দফতর। ঘরের কাছেই এবার সামান্য খরচে মিলবে কাশ্মীর কিংবা কেরালার ভাসমান প্রমোদতরীতে রাত্রিবাসের মুগ্ধতা। কলকাতা লাগোয়া ব্যারাকপুরের গঙ্গাবক্ষে এই বিশেষ প্যাকেজের বুকিংও শুরু হয়ে গিয়েছে ২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকেই।

পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, ডাল লেকের ধাঁচে আপাতত দুটি বিশাল হাউজবোটে এই পরিষেবা চালু হচ্ছে। যেখানে চারটি করে এসি ডাবল বেডের ডিলাক্স রুম থাকছে। সঙ্গে থাকছে বড় ডাইনিং হল, কমোডের সুবিধা যুক্ত অত্যাধুনিক বাথরুম সহ আধুনিক নগর জীবনের যাবতীয় পরিষেবা। কাশ্মীরি পরিমণ্ডলে ঘেরা এই হাউজবোটের একেকটি রুমে অল্প বয়সের সন্তানকে নিয়ে অনায়াসে থাকতে পারবেন দম্পতি। শুধু তাই নয়, চাইলে গঙ্গা বক্ষে রাত্রি যাপনের পরিকল্পনা করতে পারে একসঙ্গে আটটি পরিবার।

প্রতিটি রুমের ভাড়া পড়বে চার হাজার টাকা। সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তবে গাঁটের বাড়তি কড়ি খসালেই অর্ডার মতো মিলবে মোগলাই, চাইনিজ কিংবা কন্টিনেন্টাল ক্যুইজিন। বুকিংয়ের যাবতীয় কাজ সারতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দফতরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে।প্রাচীন ব্যারাকপুর পুরসভার পাশে ও পলতা জলপ্রকল্পের মধ্যবর্তী ঘাটে চালু হল এই পরিষেবা।

ভাবছেন তো, কীভাবে যাবেন? পৌঁছতে হবে ব্যারাকপুরের অতি পরিচিত গঙ্গা তীরবর্তী মালঞ্চ পার্ক এলাকায়। মুখ্যমন্ত্রী অবশ্য পার্কটির নামকরণ করেছেন মঙ্গলধারা উদ্যান। এই উদ্যান লাগোয়া গঙ্গার ঘাটেই জোড়া হাউজ বোটে মিলবে ডাল লেকে ভেসে থাকার সেই বিশেষ অনুভূতি। তবে সিঙ্গেল ইঞ্জিনের কারণে হাউজবোটগুলি যাত্রী বোঝাইয়ের পর আর অন্যত্র যেতে পারবে না। গঙ্গার বুকে সেগুলি ভেসে থাকবে এক জায়গাতেই। উল্লেখ্য, বছর তিনেক আগে রাজ্য পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী হয়েই নিজের নির্বাচনী কেন্দ্র চন্দননগরে গঙ্গাবক্ষে ভাসমান রেস্তোরাঁ জলশ্রী চালু করেছিলেন ইন্দ্রনীল সেন। এবার দায়িত্বে ফিরেই গঙ্গবক্ষে রাত্রি যাপনের পরিষেবা চালু করলেন গায়ক-মন্ত্রী।

Related Articles