Sambad Samakal

VisvaBharati: দিনেদুপুরে বিদেশি পড়ুয়াকে তুলে নিয়ে গেল দুষ্কৃতিরা! চাঞ্চল্য বিশ্বভারতীতে

Sep 22, 2023 @ 3:22 pm
VisvaBharati: দিনেদুপুরে বিদেশি পড়ুয়াকে তুলে নিয়ে গেল দুষ্কৃতিরা! চাঞ্চল্য বিশ্বভারতীতে

দিনেদুপুরে এক বিদেশি পড়ুয়াকে তুলে নিয়ে গেল দুষ্কৃতিরা! তীব্র চাঞ্চল্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। জানা যাচ্ছে,বৃহস্পতিবার দুপুরে বিশ্বভারতীর দর্ষন বিভাগের গবেষক পান্নাকারা থাই’কে একটি কালো গাড়িতে করে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি।

ওই পড়ুয়া মায়ানমারের নাগরিক। বিগত কয়েক বছর ধরেই শান্তিনিকেতনের পশ্চিম গুরুপল্লীর একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। বাড়ি থেকেই পান্নাকারা থাই’কে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। যদিও এই বিষয়ে সরকারিভাবে বিশ্বভারতীর তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। শান্তিনিকেতন থানার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে খবর।

Related Articles