ফের প্রাণ কাড়ল ডেঙ্গু। মৃত্যু হল বিজয়গড়ের বাসিন্দা ১২ বছরের এক স্কুল ছাত্রীর। মৃত বালিকার নাম ডোনা দাস। সে যাদবপুর গার্লস স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। শনিবার বাঙ্গুর হাসপাতালে তাঁর মৃত্য হয়।
ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। মৃত বালিকার পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এলাকাবাসীকে আরও বেশি করে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। কাউন্সিলর মৌসুমী দাস বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক এবং অত্যন্ত শোকের। সকলকে বলব, আরও সচেতন হতে হবে সকলকে। এলাকায় আরও বেশি করে জল জমতে দেবেন না, ময়লা জমতে দেবেন না। চারপাশ পরিষ্কার রাখুন।”