আগুন লাগল চলন্ত হমসফর এক্সপ্রেসে। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের ভালসাদ রেল স্টেশনের কাছে। বিকেলে খবর লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেনি রেল।
রেল সূত্রে খবর, ট্রেনটি তিরুচিরাপল্লি থেকে শ্রীগঙ্গানগর যাচ্ছিল। বেলা ২ টো নাগাদ গুজরাটের ভালসাদ স্টেশন ছেড়ে সুরাটের দিকে কিছুটা এগোনোর পরই আচমকা ট্রেনের পাওয়ার কোচে আগুন লেগে যায়। সেখান থেকে আগুনের লেলিহান শিখা বি-ওয়ান কামরায় ছড়িয়ে পড়ে বলে জানান পুলিশ সুপার করণরাজ বাঘেলা। তবে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি। রেলের এক আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার পর যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি একটি হল্ট স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। রেল কর্তৃপক্ষের দাবি, সমস্ত যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।