শিক্ষার মানোন্নয়নে পড়ুয়াদের মাথাপিছু বরাদ্দ মাত্র ১০ টাকা! রাজ্য মধ্য শিক্ষা পর্ষদের সিদ্ধান্তে তুঙ্গে উঠেছে বিতর্ক। জানা যাচ্ছে, যে সমস্ত পড়ুয়ারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের মাথপিছু ১০ টাকা করে স্কুলগুলোর হাতে তুলে দেওয়া হবে শিক্ষার মানোন্নয়নে জন্য।
আর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই স্কুল শিক্ষকদের একাংশ দাবি করেছেন, বর্তমান সময়ে পড়ুয়াদের মাথাপিছু ১০ টাকা করে বরাদ্দ কার্যত হাস্যকর। যদিও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়ের দাবি, দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই এই ধরনের উদ্যোগ চালু হল।