Sambad Samakal

VisvaBharati: অবশেষে উদ্ধার বিশ্বভারতীর অপহৃত ‘বিদেশি’ পড়ুয়া! গ্রেফতার ১২

Sep 23, 2023 @ 6:23 pm
VisvaBharati: অবশেষে উদ্ধার বিশ্বভারতীর অপহৃত ‘বিদেশি’ পড়ুয়া! গ্রেফতার ১২

অবশেষে দু’দিন পরে শনিবার বাংলা লাগোয়া ওড়িশা সীমান্ত থেকে উদ্ধার করা হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অপহৃত ‘বিদেশি’ পড়ুয়াকে। জানা যাচ্ছে, বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পড়ুয়াকে উদ্ধার করে। ঘটনা জড়িত থাকার অভিযোগে মোট ১২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বিশ্বভারতীর ওই পড়ুয়া চুল সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়ীক কয়েক কোটি লেনদেন নিয়ে বচসার জেরেই এই অপহরণ বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related Articles