Sambad Samakal

Asian Games: নয়া রেকর্ড! এশিয়ান গেমসের দ্বিতীয় দিনেই কোন ইভেন্টে সোনা জয় ভারতের?

Sep 25, 2023 @ 10:50 am
Asian Games: নয়া রেকর্ড! এশিয়ান গেমসের দ্বিতীয় দিনেই কোন ইভেন্টে সোনা জয় ভারতের?

এশিয়ান গেমসের দ্বিতীয় দিনেই সোনা জয় করে অভিযান শুরু করল ভারত। সোমবার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রথম স্থান অধিকার করে সোনা জিতলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ বালাসাহিব ও ঐশ্বর্য প্রতাপ সিংয়ের দল।

সেই সঙ্গেই তৈরি হল নয়া বিশ্ব রেকর্ডও। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বিশ্ব রেকর্ড ভেঙে দিল ভারত। তাদের পয়েন্ট ১৮৯৩.৭। কোরিয়া পেয়েছে ১৮৯০.১ পয়েন্ট ও চিন পেয়েছে ১৮৮৮.২ পয়েন্ট।

Related Articles