এশিয়ান গেমসের দ্বিতীয় দিনেই সোনা জয় করে অভিযান শুরু করল ভারত। সোমবার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রথম স্থান অধিকার করে সোনা জিতলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ বালাসাহিব ও ঐশ্বর্য প্রতাপ সিংয়ের দল।
সেই সঙ্গেই তৈরি হল নয়া বিশ্ব রেকর্ডও। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বিশ্ব রেকর্ড ভেঙে দিল ভারত। তাদের পয়েন্ট ১৮৯৩.৭। কোরিয়া পেয়েছে ১৮৯০.১ পয়েন্ট ও চিন পেয়েছে ১৮৮৮.২ পয়েন্ট।