Sambad Samakal

ED CBI: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি-সিবিআই কর্তাদের তলব! কী নির্দেশ হাইকোর্টের?

Sep 25, 2023 @ 1:57 pm
ED CBI: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি-সিবিআই কর্তাদের তলব! কী নির্দেশ হাইকোর্টের?

কুন্তল ঘোষের চিঠির প্রসঙ্গ ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানি সহ ডিরেক্টরদের নামে থাকা সম্পত্তির বিস্তারিত হিসেব তলব করেছিল কলকাতা হাইকোর্ট। সোমবার সেই মামলার শুনানিতেই ইডি ও সিবিআইয়ের কর্তাদের শরীরের এজলাসে হাজির হওয়ার জন্য নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

জানা যাচ্ছে, এদিন বিকেল ৪টে মধ্যে ইডি ও সিবিআইয়ের কর্তাদের তলব করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে হাইকোর্টে লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির যে হিসেব জমা দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু অস্পষ্টতা রয়েছে বলে মনে করছেন বিচারপতি সিনহা। তাই সেই বিষয়টি স্পষ্ট করতেই সিবিআই-ইডির কর্তাদের তলব বলে মনে করছে আইনজ্ঞ মহল।

Related Articles