দীর্ঘ ১৮ মাস ধরে চলা তদন্তের নিটফল শূন্য! সোমবার কার্যত এই ভাষাতেই কেন্দ্রীয় এজেন্সি ইডি-সিবিআইকে চরম ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সংস্থার অন্য ৬ ডিরেক্টরের সম্পত্তির খতিয়ান চেয়েছিল আদালত।
এদিন সেই রিপোর্ট পেশ হতেই চরম ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি সিনহা। ইডি-সিবিআইয়ের তদন্তকারীদের উদ্দেশে তিনি বলেন, এতদিন ধরে তদন্তের এই ফল! অভিষেক সহ সকলের সম্পত্তির খতিয়ান অসম্পূর্ণ। সাংসদ হওয়া সত্ত্বেও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্যই নেই। এমনকী জমির উল্লেখ করলেও, কোনও বর্ননা নেই।
বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, ১৮ মাস ধরে তদন্ত করার পরে এই ধরনের রিপোর্ট সিবিআই-ইডির মত কেন্দ্রীয় এজেন্সির কাজের সঙ্গে মানানসই নয়। ফলে ফের নতুন করে তদন্তকারীদের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ২৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।