Sambad Samakal

Police: তোলাবাজিতে যুক্ত পুলিশ! কেন সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের?

Sep 25, 2023 @ 2:33 pm
Police: তোলাবাজিতে যুক্ত পুলিশ! কেন সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের?

জাতীয় সড়কের ওপরে তোলাবাজিতে যুক্ত খোদ পুলিশ কনস্টেবল! চরম ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতির নির্দেশে গোটা ঘটনার তদন্ত চালাবে রাজ্য সিআইডি। সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

জানা যাচ্ছে, ডালখোলায় এক লরি চালকের কাছ থেকে জোর করে তোলাবাজি করার অভিযোগ উঠেছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। এমনকী তোলা দিতে অস্বীকার করায় লরি বাজেয়াপ্ত করে চালককে জামিন অযোগ্য মামলা দেওয়ারও অভিযোগ রয়েছে। এদিন সেই মামলার শুনানিতে এজলাসে বসেই ভিডিও ফুটেজ দেখেন বিচারপতি সেনগুপ্ত।

এরপরেই পুলিশের আচরণে চরম ক্ষোভপ্রকাশ করে সিআইডি তদন্তের নির্দেশ দেন। এমনকী সিআইডির কাছে মামলার তদন্তকারী আধিকারিকের নাম ও পদমর্যাদাও জানতে চেয়েছেন বিচারপতি। স্পষ্ট করে দিয়েছেন মহামান্য হাইকোর্টের নজরদারিতেই গোটা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।

Related Articles