রাজনৈতিক নেতাদের মন্তব্যে আদালত অবমাননা! সোমবার এবিষয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর অভিযোগ, রাজনৈতিক ময়দানে এমন কিছু বিতর্কিত মন্তব্য করা হচ্ছে, যাতে আদালত ও সামগ্রিক বিচারব্যবস্থার সম্মানহানি হচ্ছে।
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রাথমিকভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে।