সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরি! আর সেই চুরির অভিযোগে গ্রেফতার হলেন খোদ এক জন পুলিশের কনস্টেবল! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। ধৃতের নাম দীপঙ্কর সরকার।
জানা যাচ্ছে, পুলিশ সুপারের অফিসে বসেই অনুপস্থিত সিভিক ভলান্টিয়ারদের বেতন আত্মসাৎ করেছেন অভিযুক্ত কনস্টেবল। প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে, এই চক্রে আর কেউ জড়িত কিনা, সেই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা।