এশিয়ান গেমসে দুরন্ত ফর্মে ভারতীয় পুরুষ হকি দল! পরপর দু’দিন দু’টি ম্যাচে ১৬টি গোল করে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা। মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১৬-১ গোলে জয় পেল ভারত। নিজেও ম্যাচে হ্যাটট্রিক করেন অধিনায়ক হরমনপ্রীত।
প্রসঙ্গত, টুর্নামেন্টের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬ গোলে হারিয়েছিল ভারত। তারপরে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকেও ১৬ গোলে হারিয়ে তুঙ্গে রয়েছে দলের মনোবল। এরপরের ম্যাচে জাপানের মুখোমুখি হতে চলেছেন হরমনরা।