কলকাতা সহ রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে ভয় ধরাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। আর ইস্যুকে হাতিয়ার করেই মঙ্গলবার সকালে আচমকাই সল্টলেকের স্বাস্থ্যভবনে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই ছিলেন বিজেপির অন্তত ২০ জন বিধায়ক।
বিনা অনুমতিতে স্বাস্থ্যভবনের গেটে পৌঁছে যাওয়ায় শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের আটকে দেয় পুলিশ। শুভেন্দু অধিকারী দাবি করেন, শান্তিপূর্ণ ভাবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের সচিবের কাছে একটি ডেপুটেশন তাঁরা জমা দিতে চান। উপস্থিত পুলিশকর্মীদের সঙ্গে কার্যত তুমুল বচসা শুরু হয়ে যায় বিরোধী দলনেতার।