কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ২ ও ৩ অক্টোবর দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ১০০ দিনের টাকা থেকে বঞ্চিত মানুষের লেখা কয়েক লক্ষ চিঠি দিল্লি নিয়ে যাবেন তাঁরা। জানা যাচ্ছে, সেই অনুযায়ী ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চিঠি সংগ্রহের প্রক্রিয়া।
বিভিন্ন জেলা থেকে কেন্দ্রীয় গ্রামন্নোয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহের উদ্দেশে লেখা লক্ষ লক্ষ চিঠি আনা হচ্ছে কলকাতায়। ২ অক্টোবর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠি নিয়েই দিল্লি যাবেন। চব্বিশের নির্বাচনের আগে মোদি সরকারকে চাপে ফেলতে তৃণমূল কংগ্রেস আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।