Sambad Samakal

Asian Games: এশিয়ান গেমসে চতুর্থ সোনা! কোন বিভাগে অসাধারণ সাফল্য ভারতের মেয়েদের?

Sep 27, 2023 @ 10:32 am
Asian Games: এশিয়ান গেমসে চতুর্থ সোনা! কোন বিভাগে অসাধারণ সাফল্য ভারতের মেয়েদের?

চিনের মাটিতে এশিয়ান গেমসের আসরে দুরন্ত সাফল্য ভারতের। বুধবার টুর্নামেন্টের চতুর্থ দিনে, ৪ নম্বর সোনার পদকটি ঘরে তুললেন ভারতের মেয়েরা। ২৫ মিটার টিম পিস্তল শুটিংয়ে প্রথম স্থান অধিকার করল ভারত।

মানু ভাকর, ইশা সিং ও রিদম সাংওয়ান যৌথভাবে সোনার পদক জিতেছেন। নিজের তিন র‍্যাপিড রাউন্ডে একাই ৯৯, ৯৯, ১৯৮ স্কোর করে দলের জয় নিশ্চিত করে দেন মানু। সম্মিলিত ভাবে ভারতীয় দলোর স্কোর হয় ১৭৫৯।

Related Articles