চিনের মাটিতে এশিয়ান গেমসের আসরে দুরন্ত সাফল্য ভারতের। বুধবার টুর্নামেন্টের চতুর্থ দিনে, ৪ নম্বর সোনার পদকটি ঘরে তুললেন ভারতের মেয়েরা। ২৫ মিটার টিম পিস্তল শুটিংয়ে প্রথম স্থান অধিকার করল ভারত।
মানু ভাকর, ইশা সিং ও রিদম সাংওয়ান যৌথভাবে সোনার পদক জিতেছেন। নিজের তিন র্যাপিড রাউন্ডে একাই ৯৯, ৯৯, ১৯৮ স্কোর করে দলের জয় নিশ্চিত করে দেন মানু। সম্মিলিত ভাবে ভারতীয় দলোর স্কোর হয় ১৭৫৯।