সম্প্রতি হোয়াটসঅ্যাপ নয়া ‘চ্যানেল’ ফিচার নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য। আর তাকেই এবার জনসংযোগের নয়া হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিকল্পনা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর যাবতীয় কর্মসূচী ও ঘোষণার কথা নিয়মিতভাবে সম্প্রচারিত হবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
কীভাবে যুক্ত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ চ্যানেলে? প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট করে নিন। এরপরে ‘ফাইন্ড চ্যানেল’ অপশনে গিয়ে সার্চ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে। সরাসরি যুক্ত হয়ে যাওয়া যাবে মুখ্যমন্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যানেলে।