Sambad Samakal

LPG Gas: উৎসবের মরসুমের আগেই ফের ঊর্ধ্বমুখী জ্বালানির দাম! কতটা বাড়ল গ্যাসের দাম?

Oct 1, 2023 @ 10:41 am
LPG Gas: উৎসবের মরসুমের আগেই ফের ঊর্ধ্বমুখী জ্বালানির দাম! কতটা বাড়ল গ্যাসের দাম?

উৎসবের মরসুমের আগেই ফের ঊর্ধ্বমুখী জ্বালানির দাম! রবিবার ১ অক্টোবর, নতুন করে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। জানা যাচ্ছে, বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারপিছু দাম বাড়ল ২০৯ টাকা করে। তবে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে।

মূল্যবৃদ্ধির পরে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৮৩৯ টাকা। দিল্লিতে সিলিন্ডারপিছু দাম হল ১ হাজার ৭২১.৫০ টাকা ও মুম্বইয়ের দাম ১ হাজার ৬৮৪ টাকা।

Related Articles