মোদি সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে সোমবারের পরে মঙ্গলবারও বড় কর্মসূচী রয়েছে তৃণমূলের। আর তারআগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের নিয়োগ দুর্নীতি কাণ্ডে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী নিশানা করলেন কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকেও!
এদিন অভিষেক বলেন, “রাজ্য সরকারক’তো দ্রুত চাকরি দিতে চায়। কিন্তু তদন্ত চলছে! কতজন চাকরি পেয়েছেন? সারদা, রোজভ্যালি কাণ্ডেও সিবিআই তদন্ত হচ্ছে। কতজন টাকা ফেরত পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন গড়ে টাকা ফেরত দিতে চেয়েছিলেন। কিন্তু এতবছরের তদন্তের ফলাফল শূন্য। উল্টে এই তদন্তের মাঝে পড়ে বঞ্চিতরা সুবিচার পাচ্ছেন না।”