একশো দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে দিল্লিতে জোরদার আন্দোলনে তৃণমূল কংগ্রেস। সোমবার ভুয়ো জবকার্ড ধরতে সিবিআই তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন কেন্দ্রীয় গ্রামন্নোয়ন মন্ত্রী গিরিরাজ সিং। রাজঘাটে দাঁড়িয়ে তারই পাল্টা জবাব দিলেন অভিষেক।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ বলেন, “২৫ লক্ষ ভুয়ো জবকার্ড পশ্চিমবাংলায়, টাকা আত্মসাৎ করেছে তৃণমূল, সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিক, সিবিআই তদন্ত ছাড়া আর কোনও উপায় নেই। ইউপিএ জমানার তুলনায় বাংলার বরাদ্দ কয়েক গুণ বাড়িয়েছে মোদি সরকার।”
পাল্টা অভিষেক বলেন, “সিবিআই তদন্ত হোকনা! এতেি বোঝা যাচ্ছে মোদি সরকার কতটা ভয় পেয়েছে। সবার আগে’তো গিরিরাজ সিংকে গ্রেফতার করা উচিত। ওঁর জেদের কারণে বাঁকুড়ায় তিনটি ছোট্ট শিশুর প্রাণ চলে গিয়েছে। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কেন সবার টাকা আটকে রাখা হবে!”