সোমবার দুপুর থেকে একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা আদায়ে দিল্লির রাজঘাটে অবস্থান-সত্যাগ্রহ চালাচ্ছিল তৃণমূল কংগ্রেস। দুপুর ৩টের কিছু পরে রাজঘাটের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই দিল্লি পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বাধা দেওয়া হল!
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়াকালীনই দিল্লি পুলিশ বারবার তৃণমূল নেতাদের রাজঘাটের গেট খালি করে দেওয়ার জন্য নির্দেশ দিতে থাকে। একটা সময়ে দেখা যায়, হুইসেল বাজাতে বাজাতে কার্যত ধাক্কাধাক্কি শুরু করে দেন পুলিশকর্মীরা। একপ্রকার বাধ্য হয়েই সাংবাদিক সম্মেলন বন্ধ করে দিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন অভিষেক। বলপ্রয়োগ করে সরিয়ে দেওয়া হয় তৃণমূলের নেতা-কর্মীদেরও।