একশো দিনের কাজ, আবাস যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা আদায়ে দিল্লিতে পৌঁছে গেলেন বাংলার বঞ্চিতরা। সোমবার গান্ধী জয়ন্তীর সকালেই বাংলা থেকে একের পর এক বাস পৌঁছে গিয়েছে দিল্লির আম্বেদকর ভবনে। আর সেখানেই দিল্লি পুলিশের নজরদারির অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।
জানা যাচ্ছে, আম্বেদকর ভবনের বাইরে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। এদিন দুপুরে রাজঘাটে অবস্থান সত্যাগ্রহে বসার কথা রয়েছল তৃণমূলের সাংসদ ও মন্ত্রীদের। নেতৃত্ব দেবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।