Sambad Samakal

TMC: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজঘাটে অবস্থান শুরু তৃণমূলের, নেতৃত্বে অভিষেক

Oct 2, 2023 @ 1:59 pm
TMC: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজঘাটে অবস্থান শুরু তৃণমূলের, নেতৃত্বে অভিষেক

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা আদায়ে দিল্লির রাজঘাটে অবস্থান-সত্যাগ্রহ শুরু করল তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুরে প্রথমে রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ ও মন্ত্রীরা।

এরপরে রাজঘাটেই শুরু হয়েছে অবস্থান। হাতে কালো রঙের প্ল্যাকার্ড নিয়ে চলছে সত্যাগ্রহ। বাংলার একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা অবিলম্বে দেওয়ার দাবি রয়েছে ওই প্ল্যাকার্ডে। অভিষেকের সঙ্গেই রয়েছেন বাঁকুড়ায় দেওয়াল চাপা পরে মৃত পরিবারের সদস্যরাও।

রয়েছেন সাংসদ সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্যরা। জানা যাচ্ছে, এদিনই নতুন সংসদ ভবন অভিযান করগে চলেছেন তৃণমূলের ছাত্র-যুব নেতৃত্ব।

Related Articles