Sambad Samakal

Abhishek: একশো দিনের ‘বঞ্চিতদের’ বকেয়া মেটাবে রাজ্য! দিল্লি কী ঘোষণা অভিষেকের?

Oct 3, 2023 @ 5:46 pm
Abhishek: একশো দিনের ‘বঞ্চিতদের’ বকেয়া মেটাবে রাজ্য! দিল্লি কী ঘোষণা অভিষেকের?

একশো দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা আদায়ে দিল্লির ধরনা কর্মসূচী থেকে বড়সড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন একশো দিনের ‘বঞ্চিতদের’ বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজয় সরকার!

এদিন অভিষেক ঘোষণা করেন, “যে আড়াই হাজার মানুষ দিল্লিতে নিজেদের হকের দাবিতে লড়াইয়ে এসেছেন, তাদের বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। আগামী ২ মাসের মধ্যে সেই টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। টাকা দিতে রাজ্যের ওপর চাপ তৈরি হলে, প্রয়োজনে সাংসদ-বিধায়করা নিজেদের এক মাসের বেতন দিয়ে টাকা মেটাবেন।”

Related Articles