মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে ধরনা কর্মসূচী রয়েছে তৃণমূল কংগ্রেসের। আর সেখানেই রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরমধ্যেই আজই ইডি তলবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দারস্থ হলেন অভিষেক।
জানা যাচ্ছে, বিচারপতি সৌমেন রায়ের ডিভিশন বেঞ্চে ইতিমধ্যেই মামলা দায়েরে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ব্যখ্যা চেয়েছেন তিনি। এদিন দুপুরেই মামলাটির শুনানি হতে পারে বলে খবর।