কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে, একশো দিনের কাজ, আবাস যোজনার টাকার দাবিতে দিল্লির যন্তরমন্তরে তৃণমূলের ধরনায় উপস্থিত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন ধরনা মঞ্চের সামনে বঞ্চিতদের কয়েক হাজার চিঠি রাখা হয়েছে। আর মঞ্চে প্ল্যাকার্ড হাতে বসে রয়েছেন অভিষেক সহ তৃণমূলের সাংসদ-বিধায়করা। যন্তরমন্তরে জড়ো হয়েছেন কয়েক হাজার তৃণমূল কর্মী ও বঞ্চিতরা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, মোদি সরকারের বিরুদ্ধে এদিন আরও আক্রমণাত্মক আক্রমণ চালাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।