মঙ্গলবার সন্ধে ৬টার সময়ে দিল্লির কৃষিভবনে কেন্দ্রীয় গ্রামন্নোয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দলের। কিন্তু নির্ধারিত সময়ের দু’ঘণ্টা পরেও অনুপস্থিত মন্ত্রী।
কৃষিভবন থেকে সংক্ষিপ্ত ভিডিও বার্তায় অভিষেক জানিয়েছেন, সন্ধে সাড়ে ৭টার সময় জানানো হয়েছে, মন্ত্রী নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখা করতে পারবেননা। অথচ বিকেলেই বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। তাই যতক্ষণ না মন্ত্রী দেখা করছেন, ততক্ষণ কৃষি ভবনেই থাকবে তৃণমূলের প্রতিনিধিদল।