Sambad Samakal

Abhishek: দিল্লির কৃষি ভবন থেকে আটক অভিষেক সহ তৃণমূল সাংসদরা

Oct 3, 2023 @ 9:42 pm
Abhishek: দিল্লির কৃষি ভবন থেকে আটক অভিষেক সহ তৃণমূল সাংসদরা

দিল্লির কৃষি ভবন থেকে আটক তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদ-মন্ত্রীরা! মঙ্গলবার রাত ৯টার পরে জোর করো কৃষি ভবনের ভেতর থেকে দিল্লি পুলিশ অভিষেক সহ তৃণমূলের প্রতিনিধিদলকে তুলে নিয়ে যায়।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অনড় ছিলেন অভিষেক সহ অন্যান্যরা। সাংসদ শান্তনু সেন, দোলা সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অনেকে রয়েছেন আটকের তালিকায়।

Related Articles