Sambad Samakal

Abhishek: গণতন্ত্রে কালা দিন! আরও জোরদার হবে লড়াই! নয়া কী কর্মসূচী ঘোষণা অভিষেকের?

Oct 3, 2023 @ 11:52 pm
Abhishek: গণতন্ত্রে কালা দিন! আরও জোরদার হবে লড়াই! নয়া কী কর্মসূচী ঘোষণা অভিষেকের?

অবশেষে মঙ্গলবার রাত ১১টার পরে দিল্লির মুখার্জিনগর পুলিশ লাইন থেকে ছাড়া পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদ-মন্ত্রীদের প্রতিনিধিদল। আর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের দিনটিকে গণতন্ত্রে ‘কালা দিন’ হিসেবে বর্ণনা করলেন অভিষেক। এরসঙ্গেই আগামী দিনে লড়াই আরও জোরদার করে মোদি সরকারকে দিল্লির মসনদ থেকে উৎখাতের ডাক দিলেন তিনি।

এদিন অভিষেক বলেন, “যেভাবে বাংলার বঞ্চিত মানুষ, মহিলা সাংসদ, মন্ত্রীদের চুলের মুঠি ধরে, চ্যাংদোলা করে কৃষি ভবনের বাইরে বের করার সময়ে হেনস্তা করা হয়েছে, তা গণতন্ত্রের ইতিহাসে কালো দিন হিসেবে লেখা থাকবে। বাংলার মানুষ আগামীদিনে এর জবাব দেবে। এই স্বৈরাচারী মোদি সরকারকে আমরা চব্বিশ সালে মসনদ থেকে সরাবোই। লড়াইয়ের ময়দানেই আবার দেখা হবে।”

অভিষেক ঘোষণা করেন, আজকের ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ৫ তারিখ কলকাতায় রাজভবন চলো অভিযান করবে তৃণমূল কংগ্রেস। লক্ষ মানুষের সমাবেশ করে রাজভবনে পৌঁছবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। দশ লক্ষ বঞ্চিত মানুষের চিঠি তুলে দেওয়া হবে বাংলায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপালের হাতে।

Related Articles