Sambad Samakal

Nobel Prize: আলোর সংক্ষিপ্ত স্পন্দনের উদ্ভাবন! পদার্থবিদ্যায় নোবেল পেলেন কারা?

Oct 3, 2023 @ 7:31 pm
Nobel Prize: আলোর সংক্ষিপ্ত স্পন্দনের উদ্ভাবন! পদার্থবিদ্যায় নোবেল পেলেন কারা?

আলোর সংক্ষিপ্ত স্পন্দনের উদ্ভাবন করে ২০২৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতে নিলেন তিন বিজ্ঞানী। মঙ্গলবার নোবেল কমিটির পক্ষ থেকে পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।

জানানো হয়েছে, ইলেকট্রন ডায়নামিক্স নিয়ে যুগান্তকারী কাজের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস ও অ্যান ল’হুইলিয়ার। এঁদের মধ্যে ফেরেঙ্ক জার্মানি, অ্যান সুইডেন ও পিয়েরে মার্কিন নাগরিক। তাঁদের আবিষ্কার আগামী দিনে ইলেকট্রন ডায়নেমিক্স বুঝতে বিজ্ঞানীদের অনেকটাই সাহায্য করবে বলে জানিয়েছে নোবেল কমিটি।

Related Articles