Sambad Samakal

Student Union Election: কবে হবে ছাত্রভোট? হাইকোর্টে কী জানাল রাজ্য?

Oct 3, 2023 @ 1:28 pm
Student Union Election: কবে হবে ছাত্রভোট? হাইকোর্টে কী জানাল রাজ্য?

এখনই হচ্ছে না কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন! মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের অ্যাডভোকোট জেনারেল।

প্রসঙ্গত, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। সেই মামলার শুনানিতেই এদিন রাজয় সরকার জানান, যতক্ষণ বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী উপাচার্য নিয়োগ হচ্ছে ততক্ষণ আইন অনুযায়ী নির্বাচন করানো সম্ভব নয়। রাজ্যপালের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের বিরুদ্ধেও মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিমকোর্টে। তাই এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রভোট করানো সম্ভব নয়। আগামী দু’সপ্তাহ পরে ফের মামলাটির শুনানি হতে পারে।

Related Articles