Sambad Samakal

TMC: দোলা, শান্তনু, মহুয়াকে হেনস্তা! কোথায় অভিষেক সহ আটক সাংসদরা? খোঁজ মমতার

Oct 3, 2023 @ 10:32 pm
TMC: দোলা, শান্তনু, মহুয়াকে হেনস্তা! কোথায় অভিষেক সহ আটক সাংসদরা? খোঁজ মমতার

তৃণমূল কংগ্রেসের কর্মসূচীকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি। এদিন রাত ৯টার পরে কৃষি ভবন থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৪০ জন সাংসদ-মন্ত্রীকে আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে, মুখার্জিনগর পুলিশ লাইনে আটক রাখা হয়েছে তাঁদের। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন মন্ত্রী সুজিত বসু, তাপস রায়রা। ফোনে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, কৃষি ভবন থেকে আটক করার সময়ে তৃণমূল সাংসদ দোলা সেন, মহুয়া মিত্র, শান্তনু সেনদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। কার্যত চ্যাংদোলা করে তৃণমূল সাংসদদের গাড়ি করে তুলে নিয়ে যায় পুলিশ।

Related Articles