মঙ্গলবার সকাল থেকেই নজিরবিহীন পুলিশি ঘেরাটোপে রয়েছে দিল্লির যন্তরমন্তর। আর তারমধ্যেই দুপুর দেড়টা নাগাদ শুরু হল তৃণমূলের ধরনা কর্মসূচী।
একশো দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া আদায়ে এদিনের ধরনা কর্মসূচী। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম সহ প্রথম সারির নেতারা। এদিন ভাষণ দেবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষও উপস্থিত হয়েছেন। মোতায়েন রয়েছে প্রচুর দিল্লি পুলিশের জওয়ান।