Sambad Samakal

Asian Games: এশিয়ানে ফের সোনা ভারতের! এবার কোন ইভেন্টে?

Oct 4, 2023 @ 10:58 am
Asian Games: এশিয়ানে ফের সোনা ভারতের! এবার কোন ইভেন্টে?

এশিয়ান গেমসে ফের সোনা! বুধবার সকালে সোনা জয় দিয়েই নিজেদের অভিযান শুরু ভারত। মিক্সড কম্পাউন্ড তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতে নিলেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম ও ওজাস দেওটেল।

প্রথমে কাজাখস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ভারত। এরপরে ফাইনালে জ্যোতি ও ওজাস ১৫৯-১৫৮-এ হারান দক্ষিণ কোরুয়ার জুটিকে।

Related Articles