প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তলব করা হল অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে! জানা যাচ্ছে, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করতে গিয়ে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির দফতরে তল্লাশি চালান তদন্তকারীরা। সেখান থেকে পাওয়া একাধিক নথিকে সামনে রেখেই রুজিরার বয়ান রেকর্ড করতে চান ইডির তদন্তকারীরা। প্রসঙ্গত, এর আগে এই একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি।