Sambad Samakal

Sikkim: প্রবল দুর্যোগে বিপর্যস্ত সিকিম! নিখোঁজ ২৩ সেনা, বিপদে উত্তরবঙ্গও!

Oct 4, 2023 @ 11:36 am
Sikkim: প্রবল দুর্যোগে বিপর্যস্ত সিকিম! নিখোঁজ ২৩ সেনা, বিপদে উত্তরবঙ্গও!

মেঘভাঙা বৃষ্টি ও প্রবল দুর্যোগে বিপর্যস্ত সিকিম! লাচেন উপত্যকার লোনাক লেক কার্যত উপচে গিয়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। জলোর তোড়ে সেনা জওয়ানদের একটি গাড়ি ভেসে গিয়েছে বলে খবর। নিখোঁজ রয়েছেন ২৩ জন সেনা জওয়ান। শুরু হয়েছে উদ্ধারকাজ।

এই মুহূর্তে বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। সিকিমের বিপর্যয়ের ধাক্কা এসে লেগেছে উত্তরবঙ্গেও। লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর জলস্তর বাড়ায় খুলে দেওয়া হয়েছে একাধিক লকগেট। মালবাজার মহকুমার গজবডোবা এলাকা প্লাবিত। কোমর সমান জল দাঁড়িয়ে গিয়েছে রাস্তায়। তিস্তা অববাহিকা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকেও।

Related Articles