আগামীকাল, বৃহস্পতিবার তৃণমূলের রাজভবন অভিযান। আর আগেই বুধবার রাজভবন ছেড়ে আচমকা দিল্লিতে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস! বৃহস্পতিতে আদৌ রাজ্যপাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
জানা যাচ্ছে, অভিষেকের কর্মসূচী ঘোষণা করার আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচি সফর নির্ধারিত ছিল। সেখান থেকে বুধবার দিল্লি উড়ে গিয়েছেন তিনি। যদিও দিল্লিতে রাজ্যপালের কর্মসূচী সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্যপাল কলকাতায় ফিরবেন কিনা, সেই বিষয়টিও স্পষ্ট নয়। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যপাল না থাকলেও রাজভবন অভিযান হবে। প্রয়োজনে রাজ্যপালের প্রতিনিধির হাতে একশো দিনের বঞ্চিতদের কয়েক লক্ষ চিঠি তুলে দেওয়া হবে।