Sambad Samakal

Asian Games: এশিয়ানে ভারতের জয়জয়কার! একই দিনে জোড়া সোনা পৃথক দুই ইভেন্টে

Oct 5, 2023 @ 1:59 pm
Asian Games: এশিয়ানে ভারতের জয়জয়কার! একই দিনে জোড়া সোনা পৃথক দুই ইভেন্টে

এশিয়ান গেমসের আসরে ভারতের জয়জয়কার! বৃহস্পতিবার সকালে পরপর দুটি ইভেন্টে সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিটরা। মহিলাদের কম্পাউন্ড তিরন্দাজি ও স্কোয়াশের মিক্সড টিম ইভেন্টে সেরার শিরোপা ছিনিয়ে নিল ভারত।

স্কোয়াশের মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন দীপিকা পাল্লিকল ও হরিন্দর পাল সিং। অন্যদিকে, প্রতিপক্ষ তাইওয়ানকে হারিয়ে ভারতের জ্যোতি, অদিতি ও প্রণীত কম্পাউন্ড তিরন্দাজি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রসঙ্গত, সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ২০টি সোনা এল ভারতের ঝুলিতে।

Related Articles