বৃহস্পতিবার সকালে আচমকাই রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। শুধু রথীন ঘোষ নন, একযোগে মোট ১২টি স্থানে তল্লাশি অভিযান চলছে বলে খবর।
ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তেই এই তল্লাশি অভিযান। একসময়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলপন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেই সময়কার নিয়োগ সংক্রান্ত তথ্য জানতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে। শুধু প্রাক্তন নন, মধ্যমগ্রাম পুরসভার বর্তমান চেয়ারম্যানের বাড়িতেও ইডির তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে।