Sambad Samakal

Marriage: অগ্নিকে সাক্ষী রেখে সাতপাকে ঘুরলে, তবেই বৈধ হিন্দু বিবাহ! কী পর্যবেক্ষণ হাইকোর্টের?

Oct 5, 2023 @ 1:10 pm
Marriage: অগ্নিকে সাক্ষী রেখে সাতপাকে ঘুরলে, তবেই বৈধ হিন্দু বিবাহ! কী পর্যবেক্ষণ হাইকোর্টের?

অগ্নিকে সাক্ষী রেখে সাতপাকে ঘুরলে তবেই বৈধ বলে বিবেচিত হবে হিন্দু বিবাহ! সম্প্রতি একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ জানাল এলাহাবাদ হাইকোর্ট। যাকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে বিতর্ক।

প্রসঙ্গত, এক ব্যক্তি এলাহাবাদ হাইকোর্টে অভিযোগ করেন যে, তার স্ত্রী বিবাহবিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন। যা আইনত দণ্ডনীয় অপরাধ। মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার সিং নিজের পর্যবেক্ষণে জানান, এই অভিযোগ ঠিক নয়, কারণ অগ্নিকে সাক্ষী রেখে সাতপাকে ঘোরার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই বিষয়টি ছাড়া কোনও হিন্দু বিবাহকে আইনত বৈধ বলে ধরে নেওয়া ধরা সম্ভব নয়।

Related Articles