Sambad Samakal

Abhisek Banerjee: তৃণমূলের তিনজনের সঙ্গে রাজ্যপাল দেখা করলেও কেন দাবি মিটছে না অভিষেকের?

Oct 6, 2023 @ 8:36 pm
Abhisek Banerjee: তৃণমূলের তিনজনের সঙ্গে রাজ্যপাল দেখা করলেও কেন দাবি মিটছে না অভিষেকের?

চাপের মুখে অবশেষে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে সম্মত হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সময় দিলেন। তবে কলকাতায় নয়, শনিবার তিনি দার্জিলিংয়ের রাজভবনে দেখা করবেন বলে জানিয়েছেন। রাজভবনের তরফে সেই বার্তা পাওয়ার পরে ধরনা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, শনিবার তৃণমূলের তিন জন সদস্য রাজ্যপালের সঙ্গে দেখা করবেন উত্তরবঙ্গে গিয়েই। কিন্তু মূল প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় ফিরে তাঁকে দেখা করতেই হবে। এবং তা যত দিন না হচ্ছে, তত দিন তিনি ধর্না থেকে উঠবেন না বলেও সাফ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক রাজ্যপালের উদ্দেশে ধর্নামঞ্চ থেকে শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘‘আপনি যদি মনে করেন পুজো কাটিয়ে ফিরবেন, তা হলে তা-ই হবে। সপ্তমী, অষ্টমীতে আমি একা বসে থাকব। আপনারা শুধু পাশে থাকলেই হবে।’’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘যে ৫০ লক্ষ মানুষ চিঠি লিখেছেন, তা কলকাতাতেই আমরা রাজ্যপালের কাছে দেব।’’

শনিবার তৃণমূলের তরফে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করতে যাবেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এবং দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। অভিষেক জানিয়েছেন, সকালের বিমানে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন তিন জন। দেখা করেই তাঁরা ফিরে আসবেন।

Related Articles