পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর এবার সক্রিয় সিবিআইও! জানা যাচ্ছে, উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুরসভাকে একটি নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেই নোটিশে ২০১২ সালের পর থেকে পুরসভার সমস্ত উপ-পুরপ্রধানদের নাম জানতে চাওয়া হয়েছে।
সিবিআই সূত্রে খবর, ওই তালিকা হাতে পেলেই প্রাক্তন ও বর্তমান পুর-প্রধানদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে গিয়েই পুর নিয়োগ দুর্নীতির হদিশ পায় কেন্দ্রীয় এজেন্সি। আর তারপরেই আদালতের নির্দেশে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় তদন্তে নেমেছে সিবিআই।