Sambad Samakal

CBI: নজরে ৫০ কোটির সমবায় দুর্নীতি! আলিপুরদুয়ারে অভিযানে সিবিআই

Oct 7, 2023 @ 11:04 am
CBI: নজরে ৫০ কোটির সমবায় দুর্নীতি! আলিপুরদুয়ারে অভিযানে সিবিআই

সমবায় দুর্নীতির তদন্তে শনিবার সাতসকালে আলিপুরদুয়ারে পৌঁছে গেল সিবিআই! জানা যাচ্ছে, এদিন সকাল থেকে আলিপুরদুয়ারের মোট ৩টি স্থানে হানা দিয়েছেন তদন্তকারীরা।

সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা। এছাড়াও আরও ২টি স্থানে তল্লাশি চলছে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশেই আলিপুরদুয়ার সমবায় সমিতির ৫০ কোটির দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই।

Related Articles