Sambad Samakal

Arpita Mukherjee: দাঁতে ব্যথা অর্পিতার! পার্থ-বান্ধবীর চিকিৎসায় কী নিদান আদালতের?

Oct 10, 2023 @ 5:18 pm
Arpita Mukherjee: দাঁতে ব্যথা অর্পিতার! পার্থ-বান্ধবীর চিকিৎসায় কী নিদান আদালতের?

অসহ্য দাঁতে ব্যথা। আর তাতেই ভীষণ কষ্ট পাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়। মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে শুনানির সময় পার্থ-বান্ধবীর এই কষ্টের কথা শুনলেন বিচারক। অর্পিতা বিচারককে বললেন, ‘‘জেলে চিকিৎসা হলেও যন্ত্রণার উপশম পুরোপুরি হচ্ছে না।’’ আর এরপরেই তাঁর চিকিৎসায় বিশেষ ব্যবস্থার নির্দেশ দিল কলকাতার নগর দায়রা আদালত। জেল কর্তৃপক্ষকে বিচারকের নির্দেশ, প্রয়োজনে জেলের বাইরে পছন্দ মতো কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করাতে পারবেন অর্পিতা। এবং সেই যাবতীয় ব্যবস্থা করে দিতে হবে জেল কর্তৃপক্ষকেই।

তবে অর্পিতাকে জেলের বাইরে বেরিয়ে চিকিৎসা করানোর অনুমতি দিলেও জামিন দেয়নি আদালত। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে অর্পিতাকে। অর্থাৎ, গত বছরের মতো এ বছরের পুজোও জেলেই কাটবে অর্পিতার।

Related Articles