শনিবার মহালয়া। তবে তার দু’দিন আগেই, বৃহস্পতিবার থেকেই পুজো উদ্বোধন শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে গুরুতর চোটের কারণে আপাতত তিনি বাড়ি থেকে বেরতে পারছেন না। সেই কারণে আপাতত বৃহস্পতিবার বিকেল থেকে ভার্চুয়াল মাধ্যমেই পুজোর উদ্বোধন শুরু করার সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই বৈঠকের পর বিকেল ৪টেয় কালীঘাটের বাড়ি থেকে, ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ওইদিন তিনি উদ্বোধন করবেন শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, আহিরীটোলা সর্বজনীন, এন্টালি মাতৃভূমি সহ কলকাতার ৬টি বড় পুজোর। এছাড়াও বোতাম চেপে ২২টি জেলায় এক হাজারের বেশি পুজোর উদ্বোধন করবেন তিনি।