Sambad Samakal

Justice Ganguly: যোগেশচন্দ্র কলেজে দুর্নীতির তদন্তে সিআইডি! কী নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?

Oct 12, 2023 @ 4:10 pm
Justice Ganguly: যোগেশচন্দ্র কলেজে দুর্নীতির তদন্তে সিআইডি! কী নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?

যোগেশচন্দ্র ল কলেজে দুর্নীতি ও বেনিয়ম সংক্রান্ত মামলায় সিআইডি তদন্ত! বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ, তদন্তের প্রয়োজনে অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে সিআইডি।

আগামী ১৮ অক্টোবর মামলার পরবর্তী শুনানির আগে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার জন্যও সিআইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, এরআগে দুর্নীতি ও বেনিয়মে যুক্ত থাকার অভিযোগে, যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। যদিও পরে ডিভিশন বেঞ্চের দারস্থ হয়ে স্বপদে বহাল হন অধ্যক্ষ।

Related Articles