Sambad Samakal

Mamata: প্রথমবার মন্ত্রী হওয়ার পরে কী বলেছিলেন মা? প্রকাশ্যে জানিয়ে দিলেন মমতা

Oct 12, 2023 @ 6:16 pm
Mamata: প্রথমবার মন্ত্রী হওয়ার পরে কী বলেছিলেন মা? প্রকাশ্যে জানিয়ে দিলেন মমতা

বৃহস্পতিবার ভার্চুয়াল মোডে কালীঘাটের বাড়ি থেকে কলকাতা সহ জেলার বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই জানিয়ে দিলেন নিজের জীবনের এক অজানা কাহিনী। এদিন এন্টালির একটি পুজো উদ্বোধন করার সময়ে এক জন মহিলা মুখ্যমন্ত্রীকে জানান, তিনি চান “মমতা যেন, মমতাই থাকেন।”

একথা শোনার পরেই মুখ্যমন্ত্রী বলেন, “এই কথাটা জানোতে প্রথম আমার মা বলেছিলেন। যখন আমি প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হলাম, তখন সংবাদমাধ্যম মা’এর কাছে যায়। সেই সময়ে মা বলেছিলাম, আমি চাই মমতা যেন মমতাই থাকে।”

Related Articles